chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃত্যুহীন আরো একটি দিন: শনাক্ত ২২

জাতীয় ডেস্ক : দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে এসেছে। মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। গেল ২৪ ঘন্টায় কোন মৃত্যুর খবর নেই।

এনিয়ে টানা ২৭ দিন দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তীত থাকলো।

তবে গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আরো ২২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়াল ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন।

আজ বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৯০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি।

এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষার বিপরীতে ১৩ দশমিক ৮৯ শতাংশ শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১৩৮ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর