chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারকে নিয়ে মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ: কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাস্টারপ্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার (১৮ মে) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টেকনাফে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং টেকনাফের সমুদ্র সৈকত আন্তর্জাতিক মানের করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম করেছি, ফুটবল স্টেডিয়ামও হবে। যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট যাতে এখানে আয়োজন করা যায়, সে ব্যবস্থাও করছি।

সরকারপ্রধান বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমান চালু হয়েছে। এ ছাড়া বরিশাল, রাজশাহী, সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি বিমান চালুর ব্যবস্থাও করে দেওয়া হবে। এতে পর্যটন বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্রাচ্য ও প্রাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন রচনার করার মতো একটা জায়গা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন- বাংলাদেশকে তিনি প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর