chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইক ট্রাভালারের আড়ালে ইয়াবা পাচার

ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলা থেকে মোটরসাইকেলে নগরীতে মাদক পাচারকালে ৯৮বোতল ফেন্সিডিলসহ মো. মফিজুল ইসলাম (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। 

বুধবার (১৮ মে) দুপুরে র্যাবের গণমাধ্যম থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল দিবাগত রাতে  বাংলাবাজার এলাকায় চেকপোস্ট তল্লাশির সময় মজিজুল আটক হোন।

আটক মফিজুল নগরীর আকবর শাহ থানার মালিপাড়া আশ্রম রোডের মো. সামসুল আলমের ছেলে।

র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন,  আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করতো। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে মাদক পাচারের কৌশল হিসেবে মোটরসাইকেলের ট্রাভেলার হিসেবে পরিচয় দেন। গতকাল রাতে এমন একটি চালান পাচারের সময় র্যাবের হাতে ধরা পড়ে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর