chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাশকতার গোপন বৈঠক, শিবিরের ৫০ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আলেম-ওলামার সম্পদের উৎস অনুসন্ধানে গঠিত  গণকমিশনের বিরোধীতা করে পরিস্থিতি ঘোলাটে করার ছক কষে জামাত-শিবির। এজন্য ডাকা হয় গোপন বৈঠক।  সোমবার (১৬ মে) রাত ১১টার দিকে কোতোয়ালী থানার টেরিবাজার হোটেল আল বয়ানে বৈঠক থেকে ৫০ নেতাকর্মীকে গ্রেফতারের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এ বিষয়ে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলন ডাকে পুলিশ। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন সাংবাদিকদের সাথে কথা বলেন।

গ্রেফতার ১০ নেতা হলেন- জামাতের কোতোয়ালী থানা শাখার আমির মো. ফরিদুল আলম (৪৭), দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী মো. ফরিদ উদ্দিন (৪৪), দক্ষিণ শাখার বায়তুল মাল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), বক্সিরহাট শাখা জামাতের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ (৩৫),  কোতোয়ালী থানা জামায়াতের অর্থ যোগানদাতা আবুল মনছুর (৫০), টেরীবাজার শাখার সভাপতি মো. হুমায়ুন কবির (৫০),  টেরীবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম ওরফে রাশেদ (৩৪), সহ সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮) ও টেরীবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মোহাম্মদ ইসরাফিল (৫০)। বাকি ৪০ জন তাদের সর্মথক।

উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন বলেন, সম্প্রতি সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে দেশের ১১৬ জন আলেম-ওলামার সম্পদের উৎস অনুসন্ধানে গণকমিশন গঠন করা হয়। মূলত তারা এই কমিশনের বিরোধীতা করে আসছে। তাদের ভাষ্য আলেমদের সম্পদের উৎস কেন অনুসন্ধান করতে হবে। তাছাড়া জাামাতের রাজনীতিও নিষিদ্ধ। তারা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে না। গণকমিশন ইস্যুতে রাস্তায় নেমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।

এমএইচকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর