chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফরাসীর নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে

ডেস্ক নিউজ: কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স । এবার সে জায়গায় এলিজাবেথ বোর্নের ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় সময় সোমবার (১৬ এপ্রিল) এলিসি প্রাসাদের এক বিবৃতিতে তার নাম জানানো হয়।

এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। ২০২০ সালে আকস্মিক বাছাই হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ পান জেন ক্যাসটেক্স। তার বিদায়ের ফলে জুনে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ মন্ত্রিসভায় বদল আনার সুযোগ পেলেন।

নতুন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে এর আগে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফ্রান্সের সবশেষ নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত।

নচ/চখ

এই বিভাগের আরও খবর