chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ককটেল বিস্ফোরণের দুই মামলায় শাহাদাতের জামিন

ডেস্ক নিউজ: ককটেল বিস্ফোরণের দুটি মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন জামিন পেয়েছেন।

সোমবার (১৬ মে) দুপুরে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত দায়রা জজ নারগিস আক্তারের আদালতে এ জামিন আদেশ দিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার এ মামলার অভিযোগ গঠনের দিন চট্টগ্রামের ৫ম অতিরিক্ত দায়রা জজ নারগিস আক্তারের আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে ডা. শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরায়োনা জারি করেছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নগরীর মেহেদীবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়।

ঘটনার দিন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার প্রতিবাদে আর একটি মামলায় আসামি করা নগর বিএনপির এই নেতাকে।

এ মামলার আইনজীবী অসুস্থ হওয়ায় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন শাহাদাতের আইনজীবীরা। চট্টগ্রাম জেলা দায়রা জজ আবদুল আজিজ ভূঁইয়া আগামী ২৬ মে পর্যন্ত সময়ের আবেদন মঞ্জুর করেন।

চকবাজার থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় ২০১৯ সালের ২১ মার্চ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর