chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবির প্রবেশপত্র সংগ্রহ শুরু আজ

ডেস্ক নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হচ্ছে আজ থেকে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা শুরুর একঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

সোমবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

এবারের ভর্তিতে পাঁচটি ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৩৫টি। যার বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪৮ শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৪৮ জন। গত ২০ এপ্রিল থেকে এ মাসের ১০ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন শিক্ষার্থীরা।

এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের দেড় ঘণ্টার পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ জুন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন। সবশেষ চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন অনুষ্ঠিত হবে। তবে এ পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।

নচ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর