chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে বাসের ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতা কর্মীর

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রবিবার (১৫ মে) সন্ধ্যা পৌণে সাতটার সময় নিউ মার্কেট থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী ৩ নং রুটের একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

নিহতের নাম তাজুল ইসলাম (৪০)। তিনি একই থানা এলাকার পাথরঘাটা নজুমিয়া লেইন ৪ নং গলির বাসিন্দা মৃত মলু মুন্সির ছেলে। তাজুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির।

তিনি বলেন, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বললেন ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর