chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কব্জি হারানো পুলিশ সদস্যকে ঢাকা প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে কব্জি বিচ্ছিন্ন হওয়া কনস্টেবল জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার (১৫ মে) সকালে লোহাগাড়ার পদুয়া ইউনিয়সে আসামি ধরতে গেলে আাসামির দায়ের কোপে এই ঘটনা।

জনিকে ঢাকায় পাঠানোর বিষয়টি চট্টলার খবরকে নিশ্চিত করেছেন মেডিকেলে  দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বিকেল তিনাটার দিকে র‌্যাবের একটি হেলিকপ্টারে তাকে ঢাকা পাঠানো হয়। ঢাকায় মোহাম্মদপুর আল মানারত হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে। সিনিয়র স্যাররা বিষয়টি তদারকি করছেন।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় লোহাগাড়ার থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র পুলিশের একটি দল  নিয়ে আসামি কবিরকে গ্রেফতার করতে যায়। গ্রেফতার এড়াতে কবির পুলিশের উপর হামলা চালায়। তার দায়ের কোপে কব্জি হাারন কনন্টেবল জনি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আসামি কবির গ্রেফতার এড়াতে পুলিশের উপর হামলা চালিয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

এই বিভাগের আরও খবর