chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পূর্ণ চন্দ্রগ্রহণ ১৬ মে, দেখবে না বাংলাদেশ

ডেস্ক নিউজ: চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সোমবার (১৬ মে)। বাংলাদেশ সময় সকাল ৯টা ২৯ মিনিট থেকে ১০টা ৫৩ মিনিট পর্যন্ত এ চন্দ্রগ্রহণ চলবে। তবে এ চন্দ্রগ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবার সম্ভাবনা নেই।

শনিবার (১৪ মে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই দিন বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ৯টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে পূর্ণগ্রহণ শুরু হয়ে ১০টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। ১০টা ১১ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.৪২০।

বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণটি দেখা যাবে না। তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, পশ্চিম ইউরোপ, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা, আন্টার্কাটিকা, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

প্রসঙ্গত, চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য, পৃথিবী ও পূর্ণ চাঁদ একই সরলরেখায় চলে আসে। চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যায়, ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়, যতক্ষণ না পুরো চন্দ্র বৃত্তাকার রূপালি ধূসর থেকে একটি ভয়ঙ্কর আবছা কমলা বা লালে পরিণত হয়। তারপরে ঘটনাগুলো বিপরীত ক্রমে উন্মোচিত হয়, যতক্ষণ না চাঁদ পূর্ণ উজ্জ্বলতায় ফিরে আসে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর