chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার ভেতরে পণ্যবাহী একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। কনটেইনারে ব্যাটারি ও ইলেকট্রনিকস পণ্যে ভর্তি ছিলো বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টায় বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে পুড়ে যাওয়া কনটেইনারের ভেতরে কী পরিমাণ পণ্য ছিলো এবং কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকালের দিকে বন্দরের চত্বরে থাকা ব্যাটারি ও ইলেকট্রনিকস পণ্যভর্তি কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে বন্দরের কর্মকর্তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৩টি স্টেশনের মোট ৮ টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কনটেইনারে আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক। তিনি বলেন, ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।

আগুনে অনেকটাই পুড়ে গেছে। আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর