chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সালাউদ্দিন রায়হান নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির জোহানসবার্গ শহরে স্থানীয় সময় বুধবার (১১ মে) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ আফ্রিকার একটি হিমাগারে রাখা হয়েছে।

নিহত রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মতিপুর গ্রামের মোহাম্মদ সোলায়মানের ছেলে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন রায়হান।

আজ শুক্রবার (১৩ মে) দুপুরে নিহতের ছোট ভাই মোসলে উদ্দিন রোমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবিকার সন্ধানে ১৪ বছর আগে আফ্রিকায় যান রায়হান। পরে জোহানসবার্গের বারাত এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

কয়েক বছর আগে ছোট ভাই নিজাম উদ্দিন বাবুকে সেখানে নিয়ে যান তিনি। বর্তমানে রায়হানের তত্ত্বাবধানে জোহানসবার্গে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার শেয়ারদার রয়েছেন কয়েকজন।

রায়হান ও বাবু মিলে একটি প্রতিষ্ঠান সামলান। সবশেষ ছুটিতে আসার পর গত একমাস আগে দেশ থেকে আফ্রিকায় গিয়েছিলেন রায়হান।

তিনি আরও জানান, স্থানীয় সময় বুধবার (১১ মে) দিবাগত রাত ৮টার দিকে শহর থেকে দোকানের জন্য পণ্য ক্রয় করে গাড়িযোগে দোকানের সামনে আসে রায়হান।

দোকানের পাশে গাড়িটি পার্কিং করে নামার সময় আগ থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুঁড়ে। মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি।

গুলির শব্দ শুনে দোকানে থাকা নিজাম উদ্দিন বাবু ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা গুলিবিদ্ধ অবস্থায় রায়হানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগামী ২-৩ দিনে মধ্যে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান নিহতের ছোট ভাই।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর