chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপি’র “আমার গাড়ি নিরাপদ” সেবায় আস্থা বাড়ছে নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক: সিএমপি’র ‘আমার গাড়ি নিরাপদ’ সেবার মাধ্যমে নগরে সিএনজিতে নগদ ৫০ হাজার টাকা, ব্যবহৃত কিছু স্বর্ণালংকার হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে পেলেন ঊষা মজুমদার(৫৬)। এভাবে  ‘আমার গাড়ি নিরাপদ’ সেবায় দিন দিন আস্থা বাড়ছে নগরবাসীর।

শুক্রবার (১৩ মে) হারানো জিনিসপত্র উদ্ধার করে ঊষা মজুমদারের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত রবিবার(৬ মে) ঈদের ছুটি শেষ করে শহরে ফিরছিলেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ঊষা মজুমদার। সিএনজি যোগে বাসায় পৌছালে খেয়াল করেন তিনি একটি ব্যাগ ফেলে এসেছেন। যেখানে ছিল ৫০ হাজার নগদ, ব্যবহৃত বেশ কিছু স্বর্ণালংকার।

এরপর কোতোয়ালি থানায় যোগাযোগ করলে এস আই ইকবাল হোসেন ভূঁইয়ার আন্তরিক প্রচেষ্টায় হারানো ব্যাগটি উদ্ধার করা হয়। এতে বেশ খুশি উষা মজুমদার। তিনি সিএমপি’র “আমার গাড়ি নিরাপদ’ এবং কোতোয়ালি থানার সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর