chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে ৩ শিশু নিহত

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৃথক দুটি স্থানে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুজনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মে) সকাল সোয়া ১০টা থেকে দুপুর আড়াইটার মধ্যে দুর্ঘটনা গুলো ঘটে।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলা পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডস্থ উত্তর জলদী গ্রামের নেয়াজর পাড়ার পুকুরে ডুবে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম মোবাশ্বির হুজাইফা। সে ওই পাড়ার মুহাম্মদ হামিদুর রহমান বাদশার ২য় কন্যা। এ তথ্য নিশ্চিত করেছেন নিহত হুজাইফার চাচা মুহাম্মদ শহিদ।

তিনি বলেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় হুজাইফা। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে একই দিন সকাল সোয়া ১০টার সময় উপজেলার কাথারিয়া গ্রামে অপর দুর্ঘটনাটি ঘটে। নানা বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু।

নিহতরা হলেন, একই ইউনিয়নের বাগমারা ৩ নম্বর ওয়ার্ড এলাকার হাত্তুনি বাপের বাড়ির মুহাম্মদ করিমের কন্যা রাইসা (৬) ও জাইছা (৪)।

জানা গেছে সকালে খেলতে খেলতে কোন এক সময় এ দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। সোয়া ১০টার সময় দুজনকে বাড়িতে দেখতে না পেয়ে তাদেরকে খুঁজতে শুরু করে স্বজনরা।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে পুকুরে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে স্বজনরা। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিতকরে বাগমারা ক্লিনিকের সিএইচসিপি মুহাম্মদ আব্দুল আলীম বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর