chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিয়ম অনুযায়ী করোনা ভাইরাস টেস্ট দিয়ে দুঃসংবাদ পেলো অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান

কোভিড পজিটিভ এসেছে তার। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান আজ মঙ্গলবার (১০ মে) সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রকোটল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার কোভিড টেস্ট জরুরি ছিল।

আজ সকালে তার কোভিড টেস্ট করানো হয়েছিল। রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে।

বিসিবির কোভিড প্রোটকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে ৫ দিন আইসোলেটেড থাকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।

ফলে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না টাইগারদের নির্ভরযোগ্য এ অলরাউন্ডার। টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর