chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুইডেনের লুলিও ইউনিভার্সিটিতে বক্তব্য রাখবেন ড. শাহাদাত

ডেস্ক নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তনের উপর সুইডেনের লুলিও ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে আমন্ত্রিত অতিথি হিসেবে পাব্লিক লেকচার প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১২ মে) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কম্পিউটার বিজ্ঞানী পাব্লিক লেকচার দেওয়ার কথা রয়েছে। পাব্লিক লেকচারে তিনি বিশ্ববিদ্যালয়ের  ছাত্র-শিক্ষকদের সম্মুখে তাঁর দীর্ঘদিনের গবেষণাপত্র তুলে ধরবেন।

এছাড়াও তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের শিক্ষার্থীদের থিসিস তত্ত্বাবধান করবেন এবং পাঠদান করবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত কয়েক বছর যাবত এই শিক্ষক শীর্ষ স্থান বজায় রাখছেন। সাম্প্রতিক সময়ে এলপার ডগার কর্তৃক প্রকাশিত বিশ্বমানের গবেষকদের তালিকায় চবির ৫৬ জন শিক্ষকদের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন ।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর