chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে জয়ী মার্কোস জুনিয়র

ডেস্ক নিউজ: ফিলিপাইনে প্রেসিডেন্ট পদে জয়ী হলেন ৬৪ বছর বয়সী ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। তিনি সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে।

সোমবার (৯ মে) দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত হওয়া ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো দেশটিতে।

মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারিয়েছিলেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবার রেকর্ড পরিমাণে ৬ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছেন।

এ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.