chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অভিনেত্রী সাবিলা যখন সংবাদ পাঠিকা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় ও নিয়মিত অভিনেত্রী সাবিলা নূর সংবাদ পাঠিকা রুপে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন। তার নতুন লুকে বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকমহলে।

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে নাটকটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’।

এমন ক্যাপশনে অনেকেই ভেবেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন সাবিলা। তবে তার সংবাদ উপস্থাপনা নাটকেই সীমাবদ্ধ।

এবারের ঈদে ‘শুধু তুমিময়’শিরোনামের একটি নাটকে সংবাদ পাঠিকা রূপে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন এ অভিনেত্রী। নাটকটিতে তার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব।

মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকেই।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.