chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘অশনী’র প্রভাবে চট্টগ্রামে কয়েক মিনিটের বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মজীবী মানুষকে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় অধিক বৃষ্টি হলেও, শহরে বৃষ্টিপাতের পরিমাণ কম। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (৯ মে) সকালে রোদের দেখা মেললেও, দুপুর একটার পর চট্টগ্রামে নগরীর বেশ কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি হয়। বৃষ্টিতে জহুর আহমদে চৌধুরীর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন বন্ধ রাখা হয়। বিকেল তিনটার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, মুরাদপুর, দুই নম্বর গেইট, প্রবর্তকসহ বেশ কিছু এলাকায় হাটু পানিতে তলিয়ে যায়। এতে গনপরিবহনের যাত্রী ও চালকদের বেকায়দায় পড়তে হয়।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশীদ বলেন, দুপুরের দিকে নগরীর বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় অশনী’র কারণে রাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শহরের বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। এখন পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর