chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গীতিকার কে জি মোস্তফা আর নেই

ডেস্ক নিউজ: ‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’ এবং ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’ কালজয়ী গান দুটির গীতিকার কে জি মোস্তফা।

কালজয়ী গানের স্রষ্ঠা, খ্যাতিমান গীতিকার কে জি মোস্তফা মারা গেছেন। গীতিকার হিসেবে পরিচিতি থাকলেও কে জি মোস্তফা একজন সফল সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন।

রোববার (৮ মে) রাত ৮টার দিকে আজিমপুরে তার নিজ বাসায় অসুস্থবোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কে জি মোস্তফার ছেলে মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৯ মে) বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর