chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেন সফরে মার্কিন ফার্স্ট লেডি

ডেস্ক নিউজ: ইউক্রেন সফর করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। রোমানিয়া এবং স্লোভেনিয়া সফরের এক পর্যায়ে তিনি ইউক্রেনে পৌঁছান। এ সময় তিনি ইউক্রেনের ফাস্ট লেডি ওলেনা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ মাধ্যম জানায়, ইউক্রেনের সীমান্তবর্তী শহর উজহোরোদের একটি স্কুলে ওলেনা জেলেনস্কির সঙ্গে দেখা করেন জিল বাইডেন।

এই স্কুলটি বর্তমানে যুদ্ধে উদ্বাস্তু হওয়া ইউক্রেনীয়দের আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মিসেসে বাইডেন বলেন, ইউক্রেনের সাধারণ জনগণের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে। যুদ্ধ এরই মধ্যে তৃতীয় মাসে গড়িয়েছে। এই বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে মিসেস জেলেনস্কি বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সফর করে জিল বাইডেন সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে তারা দুইজনেই স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে কথা বলেন ও খেলেন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর