chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদেশী অবৈধ প্রশাধনী রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে ভি আই পি টাওয়ারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (৮ মে) বিকেলে পরিচালিত এ অভিযানের নের্তৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় অবৈধ বিদেশী প্রশাধনী পণ্য বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

এরমধ্যে ভি আই পি টাওয়ারের বনলতা ফ্যামিলি মার্টকে ১০ হাজার, দি বেবী সপকে ১০ হাজার এবং সানশাইন কালেকশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তথ্যটি নিশ্চিত করে অভিযানে নের্তৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, তাদের কাছে গোপন তথ্য আসে ভি আই পি টাওয়ারের বিভিন্ন দোকানে বিদেশ থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রশাধনী বিক্রির মহোৎসব চলছে।

এমন খবরে অভিযান চালিয়ে টাওয়ারের তিনটি প্রতিষ্ঠানে অবৈধ পন্য পাওয়া যায়। তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে তাৎক্ষনিক অর্থদণ্ড প্রদান করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর