chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত বেড়ে দ্বিগুন

জাতীয় ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যু হয়েছিলো ২০ এপ্রিল। এরপর থেকে টানা ১৮ দিন দেশে কোনো করোনা রোগী মারা যাননি বলে তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ২৪ ঘন্টাও ছিলো মৃত্যুহীন দিন। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে। তবে একদিনের ব্যবধানে গেল ২৪ ঘন্টার মধ্যে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে।

নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১০ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে।

আজ রবিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৩৮ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২৬৩ জন। তাদের নিয়ে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ সুস্থ্য হয়ে উঠলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর