chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘন্টায় শনাক্ত কমে ১০-মৃত্যু নেই

জাতীয় ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। এনিয়ে টানা ১৬টি মৃত্যুশুন্য দিন পার করলো দেশ। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ১২৭তে অপরিবর্তিত রয়েছে।

তাছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১৯ জন। সে হিসেবে ২৪ ঘন্টার ব্যবধানে করোনা শনাক্ত বেড়েছে।

আজ শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৫৬টি। শনাক্ত হয় ১০ জন।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৪৮টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ২১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর। আর এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন ভাইরাসটি থেকে সুস্থতা লাভ করলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর