chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভিযোগ

ডেস্ক নিউজ: ইউক্রেনীয় বাহিনীর পালটা আক্রমণের গতি কমিয়ে নেওয়ার লক্ষ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের ব্রিজগুলো উড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেন এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনল।

শনিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে।

যুদ্ধের পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান,  খারকিভের পূর্বাঞ্চলের সিরকুনি এবং রুস্কি টিশকি এলাকায় ‘প্রতিরক্ষা বাহিনীর পালটা আক্রমণের গতি কমাতে দখলদাররা তিনটি রাস্তার সেতু উড়িয়ে দিয়েছে’।

তবে ইউক্রেনের ওই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

গত দুই সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী খারকিভের উত্তর এবং পূর্বাঞ্চলে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে। এই কারণে শহরাঞ্চলে রুশ সেনাদের আর্টিলারি ব্যবহার কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে দোনেৎস্ক ও লুনহাস্কের অবস্থানরত রুশ সেনাদের কাছে প্রয়োজনীয় জিনিস পাঠানো কঠিন হয়ে পড়েছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর