chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে এলো সিঙ্গাপুরের ২২ মিলিয়ন তেল

ডেস্ক নিউজ: সিঙ্গাপুর থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ মে) রাতে জাহাজটি বন্দরে পৌঁছেছে বলে আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সেক্রেটারি উমর ফারুক।

সিপিএ’র তথ্য অনুযায়ী, সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে প্রায় ২২ দশমিক ৯ মিলিয়ন লিটার সয়াবিন তেল এসেছে এবং শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও ১৩ হাজার টন পাম তেল আসবে।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে ২২ মিলিয়ন লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামের একটি জাহাজ গত ২৬ এপ্রিল চট্টগ্রাম বন্দরে আসে। অপরদিকে ১৩ হাজার টন পামতেল বহনকারী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’ আসার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটি ২৬ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গিয়াং বন্দর থেকে যাত্রা করেছিল। মেরিন ট্রাফিক তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।

এই বিভাগের আরও খবর