chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের দিনে বাঁশখালীতে দুপক্ষের সংঘর্ষ-আহত ১৫

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র ঈদুল ফিতরের দিনে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (৩ মে) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের শেলবন এলাকার একটি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে বাজারের আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি পাঠানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর