chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ১২শ পিস রেজর মেশিন জব্দ

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কলকাতা থেকে আসা সুলতান আহমেদ নামে এক যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় আমদানি নিষিদ্ধ ১২শ পিস রেজর মেশিন জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার (২ মে) কলকাতা থেকে আসা স্পাইস জেড এয়ারলাইন্সের একটি বিমানে আসা ওই যাত্রীর কাছ থেকে শার্প ব্লেড সংযুক্ত জিলেট ব্রান্ডের এসব রেজর মেশিন জব্দ করা হয়। এর মধ্যে ৮১৮ পিস পুরুষের এবং ১৮৪ পিস মহিলাদের ব্যবহারযোগ্য।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চটগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী। তিনি বলেন, সকালে কলকাতা থেকে এসজি-৭৩ নামের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

ওই বিমানে থাকা এক যাত্রীর ব্যাগ স্ক্যান করার সময় আমদানি নিষিদ্ধ ১ হাজার ২ পিস রেজর মেশিন জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য ব্যাগেজ ঘোষণায় আমদানিযোগ্য নয়। এর মাধ্যমে সরকারের ৩ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা চালানো হয়েছে।

জব্দ করা পণ্যগুলো বাজেয়াপ্ত করার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাস্টোডিয়ান শাখায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর