chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ভেরা গাইরিচ। তিনি রেডিও লিবার্টি ইন ইউক্রেনের সাংবাদিক

বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে রেডিও লিবার্টি এক বিবৃতিতে জানিয়েছে ভেরা গাইরিচের বাসভবনে মিসাইল আঘাত হানলে তার মৃত্যু হয়।

তার নিয়োগকর্তারা তাকে ‘একজন উচ্ছ্বল, দয়ালু , একজন সত্যিকারের পেশাদার’ হিসেবে উল্লেখ করেছেন। তা সহকর্মী ওলেক্সান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে লিখেছেন, একজন দারুণ মানুষ চলে গেলেন।

রেডিও লিবার্টি, যা রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত। এটি মার্কিন অর্থায়নে পরিচালিত একটি সংস্থা যা বিশ্বের এমন অঞ্চলের সংবাদ সম্প্রচার করে যেখানে মুক্ত সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

এর আগে কিয়েভের মেয়র ভিটারি ক্লিটসকো জানিয়েছিলেন, গতরাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাশিয়াও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোনো ভবনে হামলার ব্যাপারে মন্তব্য করেনি তারা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর