chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে পরিত্যক্ত ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)র দুটি হলের মাঝামাঝি স্থানে খালি জায়গার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩০টি বিভিন্ন রকম পরিত্যক্ত দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতিসহ অন্তত ৩০টি বিভিন্ন রকম অস্ত্র রয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে করতে গিয়ে মাটির নিচে অস্ত্রগুলো দেখতে পান।

পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন। অস্ত্র উদ্ধরের তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে মাটির নিচ থেকে প্রায় ১০ থেকে ১৫ বছরের পুরনো ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করেছি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর