chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল গ্রেফতার

চট্টলা ডেস্ক : নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়া, হমলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম। মকবুল হোসেন নিউমার্কেট থানার বিএনপির সাবেক সভাপতি।

এর আগে নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এরমধ্যে একটি মামলায় মকবুলকে প্রধান আসামি করে আরও ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলা ঢাকা কলেজের ৭০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পুলিশের অপর মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত।

সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত ও দুজন নিহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর