chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে মাটি কাটার দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

স্কেভেটর জব্দ

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পাহাড় থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার হাশিমপুর এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশের এলাকায় অভিযান চালিয়ে মো. আজিজের কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করে প্রশাসন।

অভিযানটি পরিচালনায় ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি বলেন, কতিপয় ব্যক্তি হাশিমপুরের সরকারি সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে নেয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে আজিজ নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করার তথ্য দিয়ে উপজেলায় কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর