chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বহির্নোঙরে বালুবোঝাই বাল্কহেড ডুবি: ৫ নাবিক উদ্ধার

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম জেলা ও আশেপাশের এলাকায় হঠাৎ সৃষ্ট কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে বালুবোঝাই একটি বাল্কহেড জাহাজ।

আজ বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকোরেজে ডুবে যায় জাহাজটি। তবে এতে কোন হতাহতের ঘপনা ঘটেনি।   

খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে ডুবে যাওয়া বাল্কহেডে থাকা ৫ নাবিককে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

জানা গেছে, বুধবার সকালে হঠাৎ করে কালবৈশাখীর ঝড়ো হাওয়ার কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড জাহাজটি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে বাল্কহেডে থাকা সকল নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। বর্তমানে সকলে নিরাপদে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাল্কহেড ডুবির ঘটনায় চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলে কোনরকম সমস্যা হয়নি বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর