chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদায় অভিযান অব্যাহত-আরও ৮ হাজার মিটার জাল জব্দ

চট্টলা ডেস্ক : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) হালদার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে হালদা নদীর মোহনা ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে পাতানো ৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়েছে।

তবে অভিযান পরিচালনার সময় এসব পাতানো জালের কোন মালিককে পাওয়া যায়নি। অভিযানে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া ও সদরঘাট নৌ থানার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, হালদা নদীর মা-মাছ রক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ ক্যাম্পের অভিযানে ৪টি দীর্ঘ আকৃতির ভাসান জাল জব্দ করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর