chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিচারকের সাথে কথা বলতে না দেওয়ায় যুবকের আত্মহত্যা চেষ্টা

ডেস্ক নিউজঃ আদালতের এজলাসে ঢুকে বিচারকের সাথে কথা বলতে না পারার ক্ষোভে এক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার (১১ এপ্রিল) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এই ঘটনা ঘটে।

আত্মহত্যা চেষ্টাকারী ওই যুবকের নাম মো. আবু জাফর (২৮)।

আদালতের প্রসিকিউশন শাখা হতে জানা যায়, দুপুর ১ টার দিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এমন সময় হঠাৎ করেই জাফর এজলাসের ভেতরে ঢুকে চিৎকার করা শুরু করে। পরে পুলিশ তাকে বাঁধা দিলে সে সাথে থাকা ছুরি পকেট থেকে বের করে নিজের গলায় চেপে ধরে। এবং বলতে থাকেন তাকে বিচারকের সাথে কথা বলতে দিতে। পরে কৌশলে পুলিশ তাকে নিবৃত করে।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন চট্টলার খবরকে বলেন, তার কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্তও সে। আদালতে সে কেন এসেছে। কেন এমন করেছে সেসব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর