chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কিছু অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে: মেয়র

ডেস্ক নিউজ:চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে ভোজ্যতেলের আমদানিতে কিছুটা পড়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পাল্লা দিয়ে বেড়ে চলেছে। এসব কারণে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্য মূল্যের হার কিছুটা বেড়েছে। আমাদের দেশের কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে সিন্ডিকেটর মাধ্যমে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের এসব চক্রান্ত ভেঙে দিতে হবে।

রোববার (১০ এপ্রিল) নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে রমজানের খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখে দিতে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারকে ন্যায্যমূল্যে খাবার বিতরণের ব্যবস্থা করেছে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা সবার কাছে পৌঁছে দিতে হবে।

চসিকের উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জুর ব্যক্তিগত উদ্যেগে ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল চৌধুরী, হাবীবুর রহমান হাবিব, শফি বাঙ্গলী, আবুল কালম আবু, এইচ.এম আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর