chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর’র শাখা পদ্মকুঁড়ি খেলাঘর আসরের বর্ধিত সভা শনিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর দিদার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পদ্মকুঁড়ি খেলাঘর আসরের সহ-সভাপতি আশীষ ধরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক প্রীতম দাশ’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর সংগঠক শরণ বড়ুয়া, মিন্টু চৌধুরী, সুচিত্র গুহ টুম্পা, রবিশংকর সেন নিশান, অরিত্র চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, বিজ্ঞান মনষ্কতা ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে খেলাঘর কাজ করে যাচ্ছে।

১৯৫২ সালের পর থেকে এখনো পর্যন্ত ধারাবাহিক শিশু-কিশোর আন্দোলন চালিয়ে যাচ্ছে খেলাঘর। শিশু-কিশোরদের সুস্থ ধারায় বিকশিত করতে প্রয়োজন শক্তিশালী খেলাঘর আন্দোলন।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক প্রগতিশীল নবপ্রজন্ম গঠনে খেলাঘরের কাজকে বিস্তৃত করার বিকল্প নেই।

সভায় পদ্মকুঁড়ি খেলাঘর আসরের পুনর্গঠনের লক্ষ্যে আগামী ২২ এপ্রিল শুক্রবার খেলাঘরের পুরানো সংগঠক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত নেয়া হয়।

চখ/