chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে লাশ হলেন পিতা-পুত্র

ডেস্ক নিউজঃ নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলায় লড়ি চাপায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন পিতা-পুত্র। শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে শাহ প্লাজা মার্কেটের সামনে এই দূর্ঘটনা ঘটে। পরিবার নিয়ে তারা ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। এছাড়া আরও দুইজন আহত হয়েছে।  

 

নিহতরা হলেন- আবু সালেহ (৩৫) ও তার ছেলে আব্দুল মোমিন (৫)। আবু সালেহর স্ত্রী ও তার ৩ বছরের শিশু আহত হয়েছে।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম চট্টলার খবরকে বলেন, আবু সালেহ তার পরিবারকে নিয়ে রিকশাযোগে ইপিজেডের বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি লড়ি এসে তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই পিতা-পুত্র মারা যান। তার স্ত্রী ও আরেক শিশু আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লড়িটি আটক করা হয়েছে।

 

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর