chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হত্যার পর সাত বছর ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলো লাইলী

ডেস্ক নিউজ:সাত বছর আগে কিশোরগঞ্জে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে হত্যার পর মরদেহ গুমের ঘটনার চার্জশীটভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (৭ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে ওই আসামাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাইলী (২৫) ময়মনসিংহ জেলার নাদাইল থানার বীর কামাটখালী এলাকার নজরুল ইসলাম স্ত্রী।

র্যাব জানায়, ২০১৫ সাল কিশোরগঞ্জের সদর থানা এলাকায় ১০ থেকে ১২ সদস্যর একটি ডাকাত দল একটি বাড়িত ডাকাতি করে স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ টাকা লুট কর। ডাকাতি শেষে ওই বাড়ির মালিককে খুন করে মরদেহ লুকানোর চেষ্টা করে। ঘটনার পর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়র হয়। মামলায় বেশ কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে এবং ১০ জন ডাকাতের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ।

র্যাব আরও জানায়, গ্রেফতার লাইলী ডাকাত দলের অন্যতম ছিল। ঘটনার পর লাইলী গ্রেফতার এড়াতে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর