chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় ১৪ দোকানিকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

চট্টলা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, সরবারহ নিশ্চিত ও ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বাড়াতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে দোকানে মূল্যতালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রি, ফুটপাত দখল করে দোকান স্থাপন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রিসহ নানা অপরাধে ১৪ দোকানিকে মোট ১ লক্ষ ৬৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

যে ১৪ দোকানিকে জরিমানা করা হয়েছে তার মধ্যে মো. খোরশেদ ও মো. তফসিরকে ৫০ হাজার টাকা করে। আবদু হামিদকে ২০ হাজার টাকা, মো. মিয়া ও মো. খোরশেদকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তাছাড়া মো. বেলাল, মো. মোস্তাক ও মাহাতির মোহাম্মদকে ৫ হাজার টাকা করে সালাউদ্দিন,আবদুল মন্নান, শাহাদাত হোসেন ও আবুল হাসেমকে ২ হাজার টাকা করে এবং জাহাঙ্গীর ও মো. হেলালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর