chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইস ফ্যাক্টরি রোডের ২৯ দোকান উচ্ছেদ করল প্রশাসন

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আইসফ্যাক্টরী রোডস্থ সরকারি সিটি কলেজের সামনে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নের্তৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কলেজ আঙ্গিনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, সরকারি প্রজ্ঞাপনে বলা আছে স্কুল-কলেজের সামনে দোকান থাকা আইনগতভাবে নিষিদ্ধ। গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তের পর ২৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সব কলেজ প্রধানকে জানিয়ে দেয়া হয়। সে প্রজ্ঞাপনের সূত্র ধরে কলেজ প্রধান বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন।

আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ২৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স ও খাবারের দোকান রয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.