সারাদেশে আরও ৪৪ জনের করোনা শনাক্ত
ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৪ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৭৮০টি। নমুনা পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৪৪টি।পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
নচ/চখ