chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কানাডা তলব করছে রুশ রাষ্ট্রদূতকে

ডেস্ক নিউজ: ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা।

দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মেলানি জলি বলেন, অমানবিকতারও একটা মাত্রা আছে। কিন্তু আমরা বুচাতে যা দেখছি তা মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোপকালে তিনি এসব কথা বলেন। সেখানে ন্যাটোর সদস্য দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।

মেলানি জলি জানিয়েছেন, তিনি তার উপমন্ত্রীকে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে তলবের বিষয়টি জানিয়েছেন। বুচা এবং ইরপিনে যা ঘটছে তার পুরো চিত্র উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর