chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন বেনজিমা

ডেস্ক নিউজঃ বর্তমান সময়ে উড়ন্ত ফর্মে  আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। স্প্যানিশ ক্লাবটির হয়ে করে চলেছেন একের পর এক গোল। প্রায় প্রতি ম্যাচেই জেতাচ্ছেন রিয়ালকে। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে গড়েছেন নতুন এক রেকর্ড।

 

প্রথম ফরাসি ফুটবলার হিসেবে এক মৌসুমের চ্যাম্পিয়নস লিগে করেছেন এগারো গোল। যা করতে পারেনি আর কোনও ফ্রেঞ্চ ফুটবলার।

 

চলতি আসরে আট ম্যাচে করেছেন এগারো গোল। আর এতেই ছাড়িয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগে খেলা ফ্রান্সের সকল ফুটবলারকে। ফ্রান্সের হয়ে এর আগে চ্যাম্পিয়নস লিগের এক আসরে আট গোল করেছেন তিনজন। ২০২০/২১ মৌসুমে পিএসজির হয়ে আট গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে ২০১৭/১৮ মৌসুমে সেভিয়ার হয়ে আট গোল করেন উইসাম বেন ইয়াদের এবং ২০০১/০২ মৌসুমে জুভেন্টাসের হয়ে আট গোল করেছিলেন ডেভিদ ত্রেজগুয়েত।

 

এছাড়া চ্যাম্পিয়নস লিগে চতুর্থ খেলোয়াড় হিসেবে ৮০ গোল পার করলেন বেনজিমা। ৮২ গোল করা বেনজিমার সামনে আছে আরও তিন ফুটবলার। তারা হলেন; রবার্তো লেভানদোস্কি (৯২ গোল), লিওনেল মেসি (১২৫ গোল) এবং ক্রিস্তিয়ানো রোনালদো (১৪১ গোল)।

নচ//চখ

এই বিভাগের আরও খবর