chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুতিনের মেয়েদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেইনের রাজধানী কিইভের কাছের বুচা শহরে ভয়াবহ নৃশংসতার ছবি সামনে আসার পর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সাবেক স্ত্রী লাইউদমিলার সন্তান মারিয়া ভোরন্তসোভা ও ক্যাটেরিনা টিখোনোভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পুতিন বরাবরই তার পরিবারের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছেন। অবশ্য দুই কন্যা থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং বলেছেন কন্যাদের জন্য তিনি গর্বিত।

মারিয়া ভোরন্তসোভার জন্ম ১৯৮৫ সালে। তিনি পেশায় এন্ডোক্রিনোলজিস্ট এবং একটি মেডিকেল কোম্পানির অংশীদার। পুতিনের কনিষ্ঠ কন্যা টিখোনোভার জন্ম ১৯৮৬ সালে। তিনি প্রতিভাবান নৃত্যশিল্পী।

হোয়াইট হাউজ বিবৃতিতে বলেছে, ‘এই ব্যক্তিরা রাশিয়ার জনগণের খরচে নিজেরা বিত্তশালী হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর