chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডি ব্রুইনার গোলে আতলেতিকোকে হারাল ম্যানসিটির

ডেস্ক নিউজঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ইত্তিহাদে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের জয় সূচক গোলটি করেছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা।

গোটা ম্যাচ জুড়েই স্বাগতিক আতলেতিকোর উপর চড়াও হয়ে খেলেছে ম্যানচেস্টার সিটি। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার দল।

অবশেষে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা।

ম্যাচে ৭১ ভাগ বলের দখল ছিল সিটিজনেদের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ১৫শটের মাত্র দুটি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। ২৯ ভাগ বলের দখল নিয়ে একবারও পোস্টে শট নিতে পারেনি আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের একমাত্র গোলটি এসেছে ৭০ মিনিটে। ডেড লক ভাঙেন কেভিন ডি ব্রুইনা। রদ্রির বাড়ানো বল আতলেতিলোর দুই-তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে থ্রু পাস দেন ফিল ফোডেন। ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে ডান পায়ের গতির শটে দূরের পোস্ট খুঁজে নেন ব্রুইনা।

আগামী ১৩ এপ্রিল রাতে অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে যেতে ড্র প্রয়োজন লিভারপুলের আর আতলেতিকোর দরকার ২-০ গোলের জয়। ফিরতি লেগে আতলেতিকো ১-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

ইহ//চখ

এই বিভাগের আরও খবর