chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোটরসাইকেল চুরি করে গণপিটুনির শিকার ২ চোর

ডেস্ক নিউজঃ নগরীর খুলশীতে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে দুই চোর। পরে উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

সোমবার (৪ এপ্রিল) রাতে দক্ষিণ খুলশীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে নকশী টেইলার্সের সামনে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. রানা (২৫) ও মো. ওমর ফারুক (২৬)। তারা দুজনেই শহরের ভাসমান বাসিন্দা। এই ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার এজাহারে জানা যায়, বাদী জামিল আহমেদ সাব্বির তার দক্ষিণ খুলশীর সাব্বির-সৌরভ ভিলার নীচে পার্কিংয়ে ব্যবহৃত মোটর সাইকেলটি রেখে তারাবীর নামাজ পড়তে যান। দুইঘন্টা পর ফিরে এসে তিনি মোটর সাইকেল খুঁজে পাননি। পরে আশেপাশে খুঁজাখুঁজি শুরু করলে সাব্বির জানতে পারেন একটি মোটরসাইকেলসহ দুইজন চোরকে স্থানীয়রা আটক করে মারধর করেছে। দ্রুত তিনি সেখানে গিয়ে তার মোটরসাইকেলটি শনাক্ত করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদেরকে খুলশী থানায় নেওয়া হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা চট্টলার খবরকে বলেন, মোটরসাইকেলসহ দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে আসে। পরে মোটরসাইকেলের মালিক বাদী হয়ে মামলা করেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এমএইচকে//চখ

এই বিভাগের আরও খবর