chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উচ্চমাধ্যমিকে ছুটি বাড়লো

ডেস্ক নিউজ: রোজার মধ্যে স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত হলেও এই সিদ্ধান্তের পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ক্লাস চলবে। সেই সঙ্গে সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন স্কুল-কলেজ ২০ এপ্রিল (১৮ রমজান) পর্যন্ত খোলা রাখা হবে। এ ছাড়া রোজায় সাপ্তাহিক ছুটি থাকবে দুদিন (শুক্র ও শনিবার)।

নচ/চখ

এই বিভাগের আরও খবর