chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বলিউড সুপারস্টারের বাড়িতে আরব সংস্কৃতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে এসে হাজির হয়েছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ। দু জনকে দেখা যাচ্ছে ছবি তোলায় ব্যস্ত।

রবিবার দেখা করতে এসে কিং খানের সঙ্গে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মন্ত্রী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ছবির ক্যাপশনে মন্ত্রী বাদের লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগত নিয়ে আলাপচারিতা করতে পেরে আনন্দিত আমি।’

সেখানে বলিউডের আরও কয়েকজন তারকাও হাজির হন। তারা হলেন সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলী খান।

নচ//চখ

Leave A Reply

Your email address will not be published.