chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের বোয়ালখালীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় নিশ্চিত পারেনি পুলিশ। 

 

সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কালুরঘাট এলাকার রিজেন্ট টেক্সাইল নামে একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল থেকেই শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। তাদের আন্দোলনের মুখে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে তাদের সরে যেতে বলে। তখন কিছু শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে এ বিষয়ে রিজেন্ট টেক্সাইল কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.